HAIKUKAR
এ বি এম ফয়েজ উল্যাহ
হাইকু
--0--
(১)
আষাঢ় যায়
বৃষ্টি নেই।ফসল
পুড়ে খরায় ।
(২)
আষাঢ়ে বৃষ্টি
পথ ঘাটে কর্দম
কি অনাসৃষ্টি !
(৩)
কদম্ব ফুল
বৃষ্টি-স্নাত কিশোরী
রূপ অতুল ।
(৪)
বরষা-রাণী
মেঘের রথে চড়ে
ছিটায় পানি ।
(৫)
রূপ অতুল
বৃষ্টি- স্নাতা প্রকৃতি
নেই কো তুল ।
(৬)
আষাঢ়ে বন্যা
নাচে উচ্ছল ঝর্ণা
পাহাড়ি কন্যা ।
(৭)
লাঙল কই?
গাঁও গেরামে নাই
জাদুঘরে ঐ !
(৮)
কাস্তে কোদাল
ঐ লাল পতাকায়
ব্যস্ত কুড়াল ।
(৯)
মাটির হাঁড়ি
ঘটি পাতিল আছে
কোন সে বাড়ি ?
(১০)
দুধেল গাই
প্রায় ঘরেই ছিলো
এখোন নাই ।
---00---
~ এ বি এম ফয়েজ উল্যাহ
कोई टिप्पणी नहीं:
एक टिप्पणी भेजें